মোহাম্মদ মাসুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চারটি ইউনিয়নের আঞ্চলিক ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার অরুয়াইল, পাকশিমুল, চুন্টা ও পানিশ্বর ইউনিয়নের হাজারো মানুষ অংশ নিয়ে মতামত প্রকাশ করেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার শান্তিনগর এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আখতার হোসেন।
সভায় বক্তারা বলেন, “এই চার ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের পছন্দের নেতা আখতার হোসেনকে ধানের শীষ প্রতীকে এমপি নির্বাচিত করতে পারব। সরাইল হচ্ছে বিএনপির শক্ত ঘাঁটি, এখানে বহুবার ধানের শীষের এমপি পেয়েছি। আমরা কোনো জোটের প্রার্থী চাই না, চাই স্থানীয় প্রার্থী।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক মেম্বার ও বিএনপি নেতা মোস্তফা মিয়া।
